Bangla Love Story (এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন - পর্ব_৪) Mojar Golpo

Bangla Love Story (এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন - পর্ব_৪) Mojar Golpo

Are you looking for bangla love story you will find here many types of bangla golpo like, true love story, Bangla romantic love story, love at first sight,এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন, valobasar golpo, bangla love story, funny love story, mojar golpo, school love story, love you forever, sad love story, about love, best romance novels, romantic love story, short love story, romantic story, cute love story, real love story, valobashar golpo, school life love story, romantic short stories and much more


Bangla Love Story (এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন - পর্ব_৪) Mojar Golpo, rue love story, Bangla romantic love story, love at first sight,এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন, valobasar golpo, bangla love story, funny love story, mojar golpo, school love story, love you forever, sad love story, about love, best romance novels, romantic love story, short love story, romantic story,


এক্স_গার্লফ্রেন্ড_যখন_বেয়াইন
পর্ব_৪
আলিফ
.
ভাইয়ার জন্য মেয়ে দেখতে এসে বসে আছি প্রায় ১ঘন্টা হলো কিন্তু মেয়ে কে আনার কোনো নামই নাই। মেয়ে আসুক আর না আসুক তাতে আমার কি। সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে তা আমি মনের আনন্দে খেয়ে যাচ্ছি😂 কিন্তু ভাইয়া কিছুই খাচ্ছেন না। ভাইয়ার মুখ দেখার মতো অবস্থা হয়ে আছে একদম ধুধুম পেঁচা😂 তাই ভাইয়া কে বল্লাম,,,

আমি-- কি রে ভাইয়া কিছু খাবি না নাকি?

ভাইয়া-- ধুর আমি আছি আমরা টেনশনে আর তুই আছিস খাওয়া নিনে। বুঝি না মেয়েদের এত কি সাজগোছ করা লাগে। সেই কখন থেকে বসে আছি আমাদের সময়ের দাম নাই নাকি

-- এত চাপ নিস কেনো আসবে তো নাকি। তোর তো দেখি তোরই সইছে নাহ😁

-- এত পেঁচাল পারছিস কেনো দিব্যি তো খাইতেছিলাম,,,, খা-না ভাই আমার পিছে আমার লাগলি কেনো?

--আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো না তোর সাথে। আমি খাই আর তুই অপেক্ষায় থাক ভাবি কে দেখার জন্য। ( আমি আর কোনো কথা না বলে খাওয়াতে মন দিলাম। নিচের দিকে তাকিয়ে খাইতেছি,, খাওয়ার মাঝখানে কেউ একজন বলে উঠলো)

-- আরে আলিফ তুমি এখানে? ( তাকিয়ে দেখি সামিরা) তুমি এখানে কি কর?

আমি-- আরে সামিরা তুমি।,,,,,,, আমি তো আমার ভাইয়ার জন্য মেয়ে,, মানে আমার ভাবি কে দেখতে এসেছি। কিন্তু তুমি এখানে কি কর?

সামিরা-- আরে আমিতো রিয়ার( রিয়া আমার হবু ভাবির নাম) বেস্ট ফ্রেন্ড। আমি এখানে থাকবো নাতো কে থাকবে।

আম্মু-- কিরে তোরা একে অন্যকে চিনিস নাকি?

আমি-- হা আম্মু,,, কাল আমি আর সামিরা তো একই সাথে আসছি।

অনেক কথা হবার পর মেয়ে দেখে বিয়ের দিন খন ঠিক করে যখন চলে আসবো তখন আমি সামিরাকে আলাদা ডাকলাম,,, তারপর,

সামিরা-- হ্যা বল কি বলবে।

আমি-- তুমি কিন্তু বললে না কি ভাবে জান্নাত কে তুমি জানো।

-- তোমায় তো বললামই সময় হলে ঠিক জানতে পারবে।

-- তাহলে তুমি বলবে না তাই তো?

-- আরে পাগল রাগ করো কেনো। তোমার ভাবি কি বিষয় টা জানে যে তুমিও প্রেম কর।

-- ধুর ভাবি জানবে কি ভাবে যে আমি প্রেম করি। ভাবিকে তো আমি আজকেই প্রথম দেখলাম।

-- তার মানে তুমি এর আগে তোমার ভাবি কে কখনো দেখো নাই?

-- দেখেছি তবে ভাইয়ার ফোনে,,, সামনাসামনি আজই প্রথম।

-- ওহ বেশ ভালো। তবে আমার মনে হয় বেচারির চাপটা একটু বেশিই পরে জাবে। কারন এখন তার বিয়ে হবে আবার কিছু দিনের মধ্যে তোমারও বিয়ে হবে। আর তোমার বিয়ে কাজ মেয়েটা কে একা হাতে সামলাতে হবে তাই না।

-- ধুর সামিরা তুমি যে কি বলো না🙈🙈

-- লজ্জা পেলে বুঝি😱

-- আরেহ না নাহ লজ্জা পাব কেন । আমাদের কথার মঝেই ভাইয়ার ডাক পরলো।

ভাইয়া-- কিরে আসবি নাকি এখা
নেই থেকে যাবি।

আমি-- না,,,, আসি দাঁড়াও।,,,,,, আচ্ছা সামিরা তাহলে আমি আসি আবার বিয়ের দিন কথা হবে আল্লাহ হাফেজ।

-- হুম সাবধানে যাবে আল্লাহ হাফেজ।

*সামিরার কাছ থেকে আসার পর *

ভাইয়া-- আচ্ছা ভাই বলতো মেয়ে তোর জন্য দেখতে এসেছি নাকি আমার জন্য দেখতে এসেছি?

আমি-- হঠাৎ এমন কথা কেন বলছছিস ভাইয়া ঠিক বুঝতে পারলাম না।

-- নাহ তোর যা ভাবসাব দেখছি তাই মনে হলো আর কি। তা মেয়ে টা কে কি তোর পছন্দ হয়েছে নাকি?

-- ধুর ভাইয়া তুই না একটু বেশিই বুজিস বুজলি। সামিরা আমার ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড আছে।

-- ওহ!

-- হুম

কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বুলবুল কে একবার ফোন দিতে হবে। দাওয়াত দেবার জন্য আর নাবিলার সাথেও কথা বলতে হবে।।
**ফোন দেবার পর**

বুলবুল-- হে ভাই বল আর কেমন আছিস?

আমি-- আলহামদুলিল্লাহ ভালো আছি রে দোস্ত! তুই কেমন আছিস?

-- আলহামদুলিল্লাহ ভালোই।

-- শোন আগামী ১০-১১ তারিখ তো ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেলো। তুই আর নাবিলা আসবি কিন্তু তোরা বরং ৭-৮ তারিখেই চলে আয়। অনেক কাজও করতে হবে।

-- হুম দোস্ত সে না হয় বুঝলাম। কিন্তু নাবিলা তো মনে হয় জাইতে পারবে না। কারন ৯ তারিখ থেকে ওর পরিক্ষা শুরু হবে।

-- ওহ ( তার মানে তো জান্নাতো আসতে পারবে না) আচ্ছা দোস্ত তাহলে তুই চলে আয় এখন রাখি ।

দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ। সবাই যার যার মত আনন্দ করছে। আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি। কিন্তু আনন্দের মাঝেও কিছু একটা যেনো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর সেই কিছু একটা হলো জান্নাত,,,,,। হঠাৎ আমার সামনে সামিরা এসে হাজির। কিন্তু সে একা না,, একটা ছেলের হাত ধরে আছে। আমাকে দেখেই ও বললো,,

সামিরা-- হায় আলিফ কেমন আছো।

আমি-- হুম ভালো। তুমি?

-- আমিও ভালো। আলিফ এ হচ্ছে (ছেলেটাকে দেখিয়ে) আমার বয়ফ্রেন্ড তৌসিফ,,,, তৌসিফ আহমেদ শাওন। আর তৌসিফ ও হলো(আমাকে দেখিয়ে) আলিফ। তোমাকে তো বলেছি সব ওর বিষয়ে।

আমি-- হ্যালো ভাইয়া কেমন আছেন।

তৌসিফ-- হুম ভালো আছি ভাই। কিন্তু আমার মনে হয় তুমি ভালো নেই তাই না। সামিরার কাছে যতটুকু জানা যায় তোমার বিষয়ে সব কিছু শুনলাম। তুমিই তো সেই বিখ্যাত সব খোর।😂😂

আমি-- হা হা হা ভাইয়া সবই কপাল।

-- হুম। তা তোমার তাকে তো দেখতে পাচ্ছি না ভাই আসে নাই নাকি।

-- আসলে ভাইয়া তার তো exam চলছে তাই আসতে পারে নাই।

এভাবে সামিরা ও তার বয়ফ্রেন্ড এর সাথে বলে বিয়ের আসরে চলে আসলাম। বিয়ের সব কাজ সম্পন্ন করে ভাবীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম।
**৭ সাতদিন পর খাবার টেবিলে**

ভাবী-- আলিফ একটা কথা ছিলো।

আমি-- হা ভাবী বলো,,,,,

-- ভাই তোমার একটা কাজ করতে হবে।

-- আরে ভাবী এভাবে বলছো কেনো। বল তোমার জন্য তোমার ভাইটা কি কাজ করতে পারে।

-- আসলে ভাই আমার বোন টা আজকে আসবে আমাদের এখানে । তোমার তাই একটু স্টেশনে যেতে হবে।

-- ঠিক আছে ভাবী তোমার চিন্তা করতে হবে আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাবি তোমার বোনকে তো সেদিন বিয়ে তে দেখলাম না।

-- ওর তো Exam চলছিল তাই বাড়িতে আসতে পারে নাই। এখন সোজা আমাদের এখানে আসবে।

--ওহ,,,,,, তা ভাবী তোমার বোনের নাম টা কি?

-- জেসমিন।

-- ঠিক আছে।
ভাবির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে বিকালের দিকে স্টেশনে গেলাম,,,,, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি শালার ট্রেন আসার নামই নাই। তাই স্টেশন এর একাটা বেঞ্চে বসে পরলাম।কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো। আর ট্রেন থেকে নেমে দেখলাম একটা মেয়ে আমার দিকেই আসছে।
মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দা শীল একটা নারী। পরনে একটা কালো বোরকা,, হাতে হাত মোজা,, পায়ে পা মোজা। মাথাটা বোরকার কালো কাপর মানে হিজাব দিয়ে ঢাকা। আমার সামনে এসে মেয়েটা।

-- আপনি কি আলিফ,,?

আমি-- হুম! কিন্তু আপনাকেতো ঠিক চিনলাম না।

সে-- আমি জেসমিন। আর আপনি আমার বেয়াই তাই না।

-- হুম বেয়াইন! আমি আপনার বেয়াই। কিন্তু বেয়াইন সাব আপনি আমায় চিনলেন কেমন করে। আপনি তো আমায় আগে কখনো দেখেন নাই। 😒😒

বেয়াইন-- আমতাআমতা করে) আমি আসলে,,,,, আমি আপু কাল আপনার একটা ফটো দিয়েছিলো তাই চিনলাম আরকি😕😕

-- কিন্তু বেয়াইন আপনার কন্ঠ টা কেমন যেনো চেনা চেনা লাগে।☺☺

-- কি,,,,, কি বলে বলেন আ আমার কন্ঠ চেনা চেনা লাগে।

-- আরে বেয়াইন এমনি মজা করলাম। আপনি দশটা না পাঁচ টা না একটা মাত্র বেয়াইন তাই মজা করলাম😁😁 মাইন্ড করলেন নাকি?

-- না নাহ মাইন্ড করবো কেন। আমার কি এখানেই দাড়িয়ে থাকব নাকি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বেয়াই মশাই🙈

-- ওহ হা চলুন চলুন । 🙈

-- হুম চলুন☺

তারপর বেয়াইন কে নিয়ে বাড়িতে চলে আসলাম আর ভাবীকে বল্লাম

আমি-- ভাবী এই নাও তোমার আমানত। সশরীরে নিয়ে এসছি।

ভাবী-- হুম ভাই ধন্যবাদ।

-- স্বাগত। শোন আমি এখন আবার ঘুমাবো রাতে কিছু খাবো না আবার ডাকতে যেওনা যেনো।

বলেই রুমে গিয়ে দিলাম ঘুম।

সকালে ঘুম থেকে উঠে বুকের ওপর কিছু একটা ভারী ভারী অনুভব করলাম। মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি,,,,,,

-- একি তুমি,,,, ,, তুুমি এখানে কি কর?😱😱

-- হে আমি😍😍😍😍😍😍😍

(প্রথমে সামিরা কে আমার ভাবী বানাতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম সামিরা পরে অন্য কাজে লাগবে তাই সামিরা কে ভাবীর বান্ধবী বানিয়ে দিলাম।)


চলবে,,,,,,,,?


Part 5

Post a Comment

0 Comments