Cute Love Story (এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন - পর্ব_৬) Love Story Bangla
Are you looking for bangla love story you will find here many types of bangla golpo like, true love story, Bangla romantic love story, love at first sight,এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন, valobasar golpo, bangla love story, funny love story, mojar golpo, school love story, love you forever, sad love story, about love, best romance novels, romantic love story, short love story, romantic story, cute love story, real love story, valobashar golpo, school life love story, romantic short stories and much moreএক্স_গার্লফ্রেন্ড_যখন_বেয়াইন
পর্ব_৬
আলিফ
.
হুট করেই জান্নাত তার ঠোঁট দুটো আমার ঠোঁটের মধ্যে মিলিয়ে দিলো। কতক্ষণ যে দুজেনর ঠোঁট একত্রে ছিলো তা বলতে পাড়া মুস্কিলই বটে😍
ছাঁদে থেকে রুমে এসে শুয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেলো আর মুচকি মুচকি হাসছি☺
যে মেয়েটা গত দুই বছর আমাদের রিলেশন চলাকালীন নিজে থেকে আমার হাতটা পর্যন্ত ধরছে কিনা মনে নেই। আর আজ সেই মেয়েটাই চুমু দিয়ে দিলো ভাবা যায়🙈🙈।
অবশ্য আমার বিষয় টা খারাপ লাগে নাই ভালোইতো লাগলো হি হি হি😍
কথা গুলো ভাবতে ভাবতে ভাবী এসে ডেকে গেলেন খাবার জন্য। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে এলাম। সবাই যার মতো বসে আছে খাবার জন্য। জান্নাতও আছে,,,,, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সে দিকে খেয়াল না দিয়ে খাওয়ার জন্য বসে পরলাম।
জান্নাত খাওয়ার থেকে আমার দিকেই বেশি আরচোখে তাকাচ্ছে। তাই আমি বললাম,,,,
আমি-- কি বেয়াইন সাব খাচ্ছেন না কেনো। খান খান লজ্জা পাবার কিছু নেই নিজের বাড়ি মনে করে খেতে পারেন। কি ভাবী আমি ঠিক বলছি না?
জান্নাত আমার দিকে এবার রাগী চোখে তাকালো
ভাবী-- হুম ঠিকই তো বলছিস। কিরে জান্নাত খাচ্ছিস না কেনো।
জান্নাত-- এইতো খাইতেছিই তো আপু। আর বেয়াই মসাই লজ্জা পাবো কেনো এটা তো আমার নিজের বাড়িই মনে করি আর এটাতো আমারও বাড়ি তাই না।(আজ বেয়াইন ডাকছো কাল যদি তোমায় বউ না ডাকাতে পারি তবে আমার নামও জান্নাত না বলে রাখলাম,,,,,, মনে মনে)
আম্মু-- তোরা খাবার সময় কি শুরু করলি হুম। আর ছোট আব্বাজান?
(আম্মু মাঝে মাঝেই আমাকে ছোট আব্বাজান বলে ডাকে)
আমি-- জ্বি আম্মু বলো।
আম্মু-- তোমার খালাম্মা আজ ফোন দিয়েছিল তোমাকে জাইতে বলছে।
আমি-- কিন্তু আম্মু আমি এখন কি ভাবে যাবো।
আম্মু-- কেনো বাবা কেনো যাইতে পারবে না হুম? আমিতো তোমার ফোন টেপা আর ঘুরে বেরানো ছাড়া আর কোনো কাজ দেখি না তাহলে কেনো জাইতে পারবি না?
আমি-- ( উপায় নাই,,, এখন যেতেই হবে) ঠিক আছে কবে যাইতে হবে?
আম্মু-- কাল সকাল সকাল বেরিয়ে পরবি। আর ৪-৫ দিন থেকে তারপর বাড়িতে আসবি। তোর খালা মুনির কাছ থেকে আবার যেনো শুনতে হয় না তুই বাড়ি আসার জন্য তার কাছে বায়না করছিস।
আমি-- ঠিক আছে ৪-৫ দিন থেকে তারপর বাড়িতে আসবো এবার খুশি?😒😞
আম্মু-- হুম খুশি। জান্নাত মা তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাইকো মা।
জান্নাত-- হুম মা ঠিক আছে।
আমি-- বুজলাম না আম্মু জান্নাত রেডি থাইকা কি করবে। আর ওই আপনি আমার আম্মুরে মা ডাকছেন কেনো হুম।😱
আম্মু-- জান্নাতও তোর সাথে যাবে।
জান্নাত-- আমি মা বলে ডাকবো তাতে আপনার কি হুম। (মা তো আজ না হয় কাল থেকে ডাকতেই হবে আমি না হয় এখন থেকেই ডাকা শুরু করলাম।আমার বোকা বর টা বুঝেও না। আর একবার শুধু কাল তোমার সাথে বেরতে পারি তারপর দেখো তোমায় কেমন নাচানো নাচাই)
আমি-- আমি আর কি কমু সবই তোমাদের ইচ্ছা😢😢
পর দিন সকাল ৮টা রেডি হয়ে বাহিরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো সাথে আম্মু আর ভাবী। তাদের কাছে থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পরলাম। গাড়ির আপন গতিতে গাড়ি চলছে। কিন্তু আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। নিরবতা ভেঙে জান্নাত বললো।
জান্নাত-- কি হলো কথা বলছো না কেনো?
আমি-- কি বলবো?
-- কেনো আমার সাথে বলার তোমার কোনো কথা নেই?
-- আছে তো অনেক কিন্তু কিছুই মনে পরছে না।
-- ফাজলামো কর নাকি?
-- ধুর ফাজলামো করতে যাবো কেনো। যা সত্যি তাই বললাম।
-- ঠিক আছে। এখন বলো আমার কেমন লাগছে দেখতে।
-- একদম পেত্নীর মত😂😂(মজা করে। দেখতে তো মাশাল্লাহ পরীর মতো সুন্দর)
-- কি বললি কুত্তা ( পিঠে থাপ্পড় মেরে)
-- আউশ,,,,,, মারলে কেনো হুম যা সত্যি তাই তো বললাম।
-- আমায় পেত্নীর মতো দেখতে তাই না। গাড়ি থামা,,,,, গাড়ি থামা বলছি।
-- কেনো?
-- যা বললাম তাই কর।
-- ওকে।
**গাড়ি থামানোর পর**
জান্নাত-- আলিফ তুই কি বুঝতে পারছিস যে তুই এখন ফেঁসে গিয়েছিস?😂☺
আমি-- মানে আমি ফেঁসে গিয়েছি মানে টা কি😕
-- মানে হচ্ছে এখন যদি আমি চেচামেচি করে লোক জমা করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে ওই সব করার জন্য এখানে নিয়ে আসছিস তাইলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস😂😂।
-- কিন্তু আমিতো তোমায় ওইসব করার জন্য আনি নাই।😒😒
-- সেটা তো আমি আর তুমি জানি সোনা এরা তো জানে না।
-- তাহলে আমি এখন পালাবো।
-- পালাও। তবে বাড়িতে আম্মু আর আপু কে কি বলবে হুম?☺
-- তার মানে।
-- তার মানে তুমি এখন মাইনকার চিপায়।
-- এ্য্য্য
-- এ্য না হ্য্য্য😂
-- তুমি এখন কি করতে চাচ্ছো
-- বেশি কিছু না শুধু আমি যা যা বলবো তোমায় তাই করতে হবে।
-- কি করতে হবে?
-- আমরা যখন তোমার খালামুনির বাসায় যাবো তখনতো তিনি জানতে চাইবেন আমি তোমার কি হই তাইনা। তখন তুমি কি বলবে আমি তোমার কি হই?
-- কেনো বলবো বেয়াইন।
-- না বেয়াইন না।
-- তাহলে কি বলবো তুমি আমার এক্স গার্লফ্রেন্ড এইটা বলবো।
-- ধুর বোকা এটা বলতে যাবে কেনো??
-- তাহলে কি বলবো সেইটা তো বলো এত পেচাও কেনো😭😭😭😭
--খালামুনিকে বলবে আমি তোমার এক মাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ😍😍😍
-- মানে কি তুমিতো আমার বউ না😲
-- সেটাও শুধু তুমি আর আমি জানি খালামুনিতো জানে না তাই না।
-- নেহি,,,,, কাভি নেহি। আমি এটা বলতে পারবো না।
-- বলতে পারবি না তাই না। লোকজন ডাকবো নাকি?😠😬😡
-- নাহ😟😰😭
-- তাহলে আমি এখন থেকে তোর কে?
-- বউ😞
-- জোরে বল শুনতে পাই নাই।
-- বললাম তো বউ।
-- এভাবে না। বল যে তুমি আমার একমাত্র বউ। নইলে ডাকবো নাকি😜
-- নাহ না বলছি বলছি।
-- হুম বল☺
-- তুমি আমার একমাত্র আদরের বউ।
-- এইতো আমার সোনা বর। আমার জানুটা আমার গুলুগুলু বাবুটা😍😂😍
এখন চল যাওয়া যাক সোনামোনা।
-- হুম চল😒😞
গাড়ি চালছে তো চলছে আর আমি শুধু ভাবছি। কি যে হতে চলেছে? আমার খালাম্মা তো একদম সহজ সরল একজন মানুষ। জান্নাতের মতলব টা আমি কিছুই বুঝতে পারলাম না। বাইক এর আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুচকি মুচকি হাসছে। এ যেনো তার বিজয়ের হাসি।
সারা রাস্তা আর একটা কথাও হয় নাই দুজনের।
গাড়ি এসে থামলো খালামনি দের বাড়ির সামনে। তারপর কলিং বেল দেবার আগে জান্নাত,,,,,
জান্নাত-- মনে আছে তো আমি এখন তোমার কে?
আমি-- হুম বউ। একমাত্র আদরের বউ।
জান্নাত-- আমার সোনা বর টা,,,,, উম্মা তোরে দিলাম চুম্মা👄👄👈
তারপর কলিং বেল টা দিলাম। কিছুক্ষণ পরে খালামুনি এসে দরজা টা খুলে দিলেন।
তারপর আমাকে জরিয়ে ধরলেন। তারপর,,,,,,,,,,,খালা জান্নাত এর দিকে তাকিয়ে বললেন।
খালা-- কেমন আছিস তোরা?
আমি--আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা। তুমি কেমন আছো।
খালা-- আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ও নিশ্চই আমাদের বউমার বোন তাই না।
জান্নাত-- জ্বি খালাম্মা। তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো বলনা কেনো বল।
খালা-- আরো একটা পরিচয় মানে সেটা কি?
আমি--(আমতা আমতা করে) না মানে খালা জান্নাত,,,,,, জান্নাত আমার বো,,,, বউ😍
খালা--,,,,,,,,,,,,,,,,,,?
চলবে,,,,,,,,,?
বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
0 Comments