![]() |
(এক্স গার্লফ্রেন্ড যখন বেয়াইন - পর্ব_১) |
গল্প_এক্স_গার্লফ্রেন্ড_যখন_বেয়াইন
পর্ব_১
আলিফ
প্রায় তিন মাস পর এক্স এর প্রোফাইলে ডুকলাম। দেখলাম relationship status দিছে কিন্তু কার সাথে সেটা mansion করে নাই । দিলাম 😂 হা হা react। তারপর ফেচবুক থেকে বেরিয়ে এসে ছোট করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে massenger এ গিয়ে দেখি উপরে লেখা আছে New Massege Request। id টার নাম Jannatul Ferdous। চিনতে আর বাকী রইলো না এটা আমার এক্স এর id। অবাক হলাম তার sms গুলো দেখে। আপনারা শুনলে বুঝতে পারবেন।
এক্স-- কুত্তা, শুয়োর,, বানর, লুচ্চা লমপট কুলাঙ্গার হারামজাদা হারামি হনুমান হাঁদারাম গাঁজা খোর মদ খোর,, সিগারেট খোর, পান খোর, পানি খোর, বিড়ি খোর, ভাত খোর নুডলস খোর। যা যা বলা যায় সব বলছে।
-- ওই কুত্তা তুই আমার status এ হা হা দিলি কেন রে। কুত্তার লেজ কি কখনোই সোজা হয় না। আর তুই এত দিন কোই ছিলিরে কুত্তা।
-- তোরে একবার পাই তোর হাত পা ভেঙে দিবো আমার পোস্ট এ হা হা দেয়া না,,?
বাপরে বাপ এ কি ডেঞ্জারাস মাইয়ারে বাবা। একটা হা হা তেই এত কিছু ভাগ্য ভালো যে এর সাথে আমার ব্রেক আপ হয়ে গেছে। নইলে অবস্থা কেরোসিন বানিয়ে দিতো। আর তুই আমারে পাইলে তবেই না হাত পা ভাঙবি না পাইলে কেমনে হা হা বোকা মেয়ে কোথাকার😂😂।
আমি এসএমএস দিলাম
-- কে আপনি আর এগুলা কি সব আবোল তাবোল কথা বোলতে আছেন,,? ( সঙ্গে সঙ্গেই রিপ্লাই)
-- কুত্তা আমারে তুমি এখন চিনতে পারতেসো না তাই না,😡😬 দুই বছর প্রেম করে এখন বলতেছ আমি কে?
-- সরি রং নাম্বার,।
-- রং নাম্বার মানে আমি কি তোর সাথে ফোনে কথা বলতেছি নাকি রে বানর? 😡
-- ওই ছেরি এত কথা বলিস কেনো,, যা তুই ব্লক।
You can't massage or call them in this chat, and you won't receive their message or calls.
এখন কি যে ভালো লাগতাছে ভাই আপনাদের বলে বোঝাতে পারবনা☺☺* আমার সাথে ব্রেক আপ করার পর একটা বারের জন্যও খোঁজ নিস নাই। এখন আবার আমারে বলতেছ আমি ভাত খোর। জীবনে তো কিছু খাওয়াশ নাই আমারে আমার তাই সারা জীবন খেয়েগেলি ,,, নাকি দুইটা বছর খেয়ে গেলি আর এখন আমাকেই খোটা দিচ্ছিস আমি ভাত খোর। কথা গুলো ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল নাম্বার টা অচেনা। ধরলাম তারপর ওপাশ থেকে
-- ওই কুত্তা তুই আমরে ব্লক মারলি কেন। শুয়োর তারাতাড়ি ব্লক টা উঠা বল্লাম কথা আছে তোর সাথে।
-- ট্যুট ট্যুট ট্যুট,,,,,,,,,,, দিলাম ফোন কেটে আর নাম্বার টা ব্লাকলিস্টে। ওহ কি মজা রে মজা টানা দুই টা বছর জালাইচিস। তিন মাস যাবত তো ভালোই ছিলাম। কি জন্যে যে হা হা দিতে গেলাম ধুর ভাল্লাগে না। টানা দুই বছর জোলছি আর জোলতে চাই না।
-- প্লিজ ফোনটা কেটো না তোমার সাথে আমার কথা,,,,,,,,,, ট্যুট ট্যুট ট্যুট আবরো কেটে দিলাম
তোর সাথে। তারপর,,,,,,,,,,,,,,
চলবে,,,,,কি???
0 Comments