বেস্টফ্রেন্ডের_সাথে_প্রেম
লেখক- মোঃ রিয়াদ সন্দ্বীপি ( বুঝ বালক)
পর্ব_১
--এই নিলা শোন তোর সাথে একটা জরুরি কথা বলার ছিলো.!
--নিলা,কাধে ব্যাগ নিয়ে,হা কি বলবি বল অামার তাড়া অাছে..!
--নিলা অাই লাভ উু,নিলা অামি তোকে অনেক ভালোবাসি..!
--থাপ্পর দিয়ে গালের সব গুলা দাত ফালাই দিব,
এই তোর জরুরী কথা, তোকে কয় বার বলবো, অামি তোকে ভালোবাসি না,বাসতেও পারবোনা,তাও কেন অামার পিছনে পড়ে থাকিস...!
--অাচ্ছা কেন পারবি না, কারনটা কি একটু বলবি.?
--এক সাথে দুজনকে কিভাবে ভালোবাসবো.?
--মানে...?
--অামি একজনকে ভালোবাসি...!
--অামাকে অাগে বলিস নাই কেন..?
--তোকে অাগে বললে তুই ব্রেকাপ করাই দিতি..
--কিন্তু এখন যে তোর বি এফ এর সাথে দেখা না করাইলে বাসায় বলে দিবো...😁
হাসি অাসছে না, একটু বৃথা হাসার চেষ্টা করলাম.!
--অাচ্ছা দেখা করাবো কিন্তু কথা দে,তুই অামাদের ব্রেকাপ করাবি না,
--অাচ্ছা কথা দিলাম করাবো না,কিন্তু কখন দেখা করাবি..?
--অাগামি কাল বিকেলে একটু অাগে প্রাইভেটে অাসবি,ও কিন্তু অামাদের অাগের ব্যাসে পড়ে,
--অাচ্ছা ঠিকাছে, অাজ তাহলে অাসি,কাল একটু অাগেই চলে অাসবো,
--হুম ঠিকে অাছে,তাড়াতাড়ি অাসবি কিন্তু না হয় কিন্তু দেখতে পারবি না,
--ওকে ওকে অাসবো,,
অাচ্ছা চলেন বাড়ি যেতে যেতে পরিচিত হয়ে নেই,
(অামার নাম,রিয়াদ সন্দ্বীপি ( বুঝ বালক) বাকিটা প্রোফইলে গেলেই দেখতে পাবেন,অার এতক্ষন যার সাথে কথা বললাম,সে হচ্ছে নিলা,সে অামার সাথেই পড়ে,একি এলাকাতেই থাকি,অার তার চেয়ে বড় কথা সে অামার বেস্টু,)
--অাজকে কলেজে নিলাকে প্রপোজ করলাম,কিন্তু সে কি বললো অাপনারা তো শুনলেন এই,
--ভাবতেই কান্না পাচ্ছে নিলা অামাকে না, অন্য একটা ছেলেকে
ভালোবাসে,বাসায় এসে একটা কড়া করে ঘুম দিলাম,ঘুম থেকে উঠে একটু বাহিরে বের হলাম খেলার জন্য,কিন্তু নাহ খেলায় ও মন বসতেছে না,
বাসায় চলে অাসলাম,সেদিন এভাবেই অামার দিনটা কেটে গেলো,
--পরেরদিন তাড়াতাড়ি রেডি হয়ে প্রাইভেটে চলে গেলাম,
গিয়ে দেখি নিলা একটা ছেলের সাথে দাড়িয়ে কথা বলছে,
--এটাই হবে হয়ত ওর বি এফ,অামি দৌড়ে দোকানে চলে গেলাম,অামার কাছে, ৫০ টাকাই ছিলো,তা দিয়ে দুইটা চকবার অাইসক্রিম নিয়ে, নিলার বি এফ এর সাথে দেখা করতে চলে গেলাম,
--নিলা ধর তো অাইসক্রিম গুলো,তুই একটা নে বাকিটা তোমার হবু,স্বামী..
--কিরে অামাদের জন্য অানলি, তোরটা কোথায়.?
--অারে অামি না খেয়ে কি তোদের জন্য অানবো নাকি,অামি অামারটা অাগেই খেয়ে ফেলছি,
অাচ্ছা তোর হবুর সাথে পরিচিত করাই দে..?
--রিফাত ও হচ্ছে অামার বেস্টু,অাকাশ ,অার অাকাশ ও হচ্ছে অামার বি এফ,
--কথা বলে সেদিন সেখান থেকে চলে অাসি,প্রাইভেটে অার যাই নি,
নিলাকে অামি অন্যের পাশে মানতে পারছিলাম না,
--বাসায় এসে শাওয়ার এর নিচে বসে পানি ছেড়ে দিয়ে অনক্ষন কাঁদলাম,
নাহ অামাকে এভাবে ভেঙ্গে পড়লে চলবে না,
অার অামার জন্য তো ভালোই হয়েছে,এখন অামাকে অার কেউ জ্বালাতন করবে না,ভালো করে পড়তে পারবো,ভালো করে পরিক্ষাটাও দিতে পারবো,কিন্তু নিলা সাথে থাকলে তা অার দেওয়া হতনা,সারদিন দুষ্টামিতেই কেটে যেত অামাদের সময়,
--এখন নিলা অার অামাকে অাগের মত ফোন দেয়না,অাগের মত কথা বলেনা, সে এখন অনেকটা বদলে গেছে,
আমি এই প্রথম বারের মত এই গ্রুপে গল্প লেখছি।
আপনারা যদি পাশে থেকে উৎসাহ দেন
তাহলে সামনে আরো ভালো গল্প লেখার চেষ্টা করবো।
0 Comments