চাচাতো বোন যখন বউ পর্বঃ ৪র্থ - Bangla Love Story

Bangla Love Story চাচাতো বোন যখন বউ রোমান্টিক ভালোবাসার গল্প Bangla Romantic Love Story


চাচাতো বোন যখন বউ, bangla love story, love story in bengali, bangla new golpo, valobashar golpo, romantic story in bengali, romantic love story in bengali, bengali love story
চাচাতো বোন যখন বউ, bangla love story


চাচাতো বোন যখন বউ
Writer Rusel Mahmud Niloy
(রাইসার আব্বু )
পর্বঃ ৪র্থ


ধ্যাত মা তুমি ও না খাওয়ার সময় কি শুধু করলে..? আচ্ছা খাবার খা,(আম্মু) তাঁর পরে সবার সাথে খাবার শেষ করলাম...। সবাই আমার পরিবর্তন দেখে অবাকক হচ্ছে, কিন্তু কেন পরিবর্তন হচ্ছি, তা কেউ জানে না..!

রুমে এসে শুয়ে পড়লাম, খুব ভোরে ঘুম থেকে উঠে, হাঁটতে বের হলাম, কোনো দিন ও এত ভোরে ঘুম থেকে ওঠি নাই..? বাইরে এসে প্রকৃতি পরিবেশ উপভোগ করতেছি...।

সকালে আবহাওয়া চমতকার, গায়ে একটা হিম ধরে যায়, প্রায় কিছুক্ষণ হেঁটে বাসায় দিকে হাঁটা দিলাম, বাসায় এসে দেখতে পেলাম, বাসার সবাই সোফায় বসে আছে...! তাঁরা আমাকে দেখে যেনো, প্রাণ ফিরে পেয়েছে......।

চাচি দৌড়ে এসে বললো, কি কোথায় গিয়েছিলি..? সতসকালে...।(চাচি) এই তো বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম....! কেন কি হয়েছে, আর তোমরা সবাই নিচে বসে আছো কেন...? কই কিছু না, সবাই তোমার জন্য বসে আছে..! ব্রেকফাস্ট করা জন্য, (চাচি)

চাচি আমার না খেতে মন চাচ্ছে না..? না খেতে হবে..?(চাচি) খেতে পারি তবে একটা শর্তেই...! কি শর্ত...?(চাচি) যদি তুমি আমাকে নিজে হাতে খাইয়ে দাও তাহলে খাবো...? এটা কোনো কথা হলো চলো....!

তারপরে টেবিলে এসে বসলো, কি রে কোনো দিন তো দেখি না, তুই এত সকালে উঠছিস, আসলে রাশেল তোর হয়েছেটা কি বললো..?(আব্বু) আব্বু তুমি ও না, মানুষ কি সব সময় এক রকম থাকে নাকি...? তা ঠিক কিন্তু তোর হঠাৎ এই রকম চেঞ্জ হওয়া টা আমরা মানতে পারছি না...?(আম্মু)

ধ্যাত আম্মু দেখছো না চাচি হাতে খাবার খাচ্ছি, এতে এত ডিস্টার্ব করছো কেন, চাচি তুমি কিছু বল না..?
তোমরা কি ছেলেটাকে শান্তি মতো খাবার ও খেতে দিবে না...?(চাচি) তারপরে সবাই চুপ করে থাকলো...।
আমি ও খাবার খাওয়া শুধু করলাম..। চাচি ডিম দাও...।

চাচি আলো ভর্তা ব্লা ব্লা ব্লা, এমন করতে করতে খাবার শেষ করাল, এই দিকে আম্মু আব্বু চাচা রাগিণী, আমাদের কাণ্ড দেখতেছে..! খাবার খেয়ে রুমে চলে আসলাম, রুমে এসে মোবাইলটা নিয়ে 5G খেলতেছি,
কিছুক্ষণ পরে রাগিণী আসলো, কি রে কি করছিস..?(রাগিণী)

কিছু না মোবাইলে গেম খেলতেছি..! (মোবাইলের দিকে মুখ দিয়ে বললাম)চল কলেজে যাবি না..? আমি ব্যাগ টা কাঁদে নিয়ে নিচে আসলাম...।
আমি একটা রিকশা নিলাম, রাগিণী উঠে বসলো...!
কি রে দাঁড়িয়ে আছিস কেন..? ওঠ রাগিনী আমার দিকে হাত দিয়ে..!

সরি আমার এখন ও তোর সাথে বসার যোগ্যতা হয় নাই, যেই দিন যোগ্যতা হবে, সেই দিন বসবো...?(দেখতে পেলাম রাগিণী চোখের পানি ছল ছল করতেছে) এক হাত দিয়ে চোখ থেকে পানি মুছতেছে...!

আমি আরেকটা রিকশা নিয়ে চলে আসলাম,কলেজে,
রুমে এসে দেখলাম সিট খালি আছে, মাত্র একটা, তা ও আবার রাগিণী পাশে, এখন কি করি...। শালার কেন যে কলেজে আসতে গেলাম, ক্যাম্পাসে চলে আসলাম...।

এক ঘন্টা পরে একটা মেয়ে আসলো, হাই আমি মিম...আপনার নামটা জানতে পারি..?(মিম)
আমার নাম রাশেল, আপনি কি এই কলেজে এডমিশন হয়েছে নাকি..? হুম আমি এই কলেজে সভাপতি মেয়ে...। (মিম) তো কোন ইয়ারে পড়েন..? অনার্স ৩য় বর্ষে, আপনি..?(মিম)

আমরা ক্লাস মেইট, তাঁর পরে মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে, বাসার দিকে রওনা দিলাম, গেইটের কাছে এসে দেখতে পেলাম, রাগিণীও আমার পিছু পিছু আসতেছে, আমি একটা রিকশা দাঁড় করলাম, তাঁর পরে রাগিণীকে উঠিয়ে দিলাম, তাঁর প্রতি আমার একটা দায়িত্ব আছে তো...!

আমি আরেকটা রিকশা নিয়ে, তাঁর পিছু পিছু যাচ্ছি...! বাসার সামনে এসে নামলাম, রিকশা ওয়ালাকে ভাড়া দিয়ে, দুই জনে বাসায় ঢুকলাম, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো....।

আমি তো অবাকক হয়ে গেছি, আমাকে জড়িয়ে ধরার মতো তো এই বাসায় কেউ নেই...। আমিও রাগিণীকে রাগানো জন্য মেয়েটাকে জড়িয়ে ধরলাম, রাগিণীর দিকে থাকিয়ে দেখতে পেলাম৷ রাগিণী রাগে ফোলতেছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দেখতে পেলাম, নীলা, আমার আব্বুর বন্ধুর মেয়ে....।

নীলা কেমন আছি..? এতক্ষণ ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি...!(নীলা) ও মা তাই নাকি... তা আঙ্কেল আন্টি কেমন আছে..? হুম অনেক ভালো আছে...। আরো কিছুক্ষণ কথা বলে, সবাই বসে লাঞ্চ করলাম, কিন্তু খাওয়ার সময় দেখতে পেলাম, রাগিণী শুধু খাবার নরাছড়া করতেছে....।

বিকালে আমি রাগিণী আর নীলা ঘুরতে বের হলাম, নীলা আমার হাতটা খুব শক্ত করে ধরলো...।
রাগিণী তা দেখে ফোলতেছে, আহহহ রাগিণী রাগি মুখটা দেখে আবার বিনা টাকায় ক্রাশ খেলাম...!
আমরা তিন জনে একটা নদীর তীরে এসে বসলাম,
নীলা মাঝে বসলো, এক সাইডে রাগিণীকে দিলো, অন্য সাইডে আমাকে দিলো....।

হঠাৎ নীলা আমাকে একটা ক...........

Part 5

Post a Comment

0 Comments