Bangla Love Story চাচাতো বোন যখন বউ
চাচাতো বোন যখন বউ - Bangla Love Story |
চাচাতো বোন যখন বউ
Writer Rusel Mahmud Niloy
(রাইসার আব্বু )
পর্বঃ ২য়
আমি আমার রুমে রেডি হচ্ছি.! কিছুক্ষণ পরে রেডি হয়ে নিচে এসে ড্রইং রুমে বসলাম..। আমার জানটাকে আজকে দেখতে একদম হিরোর মতো লাগতেছে..?(চাচি আমার দিকে আসতে আসতে বললো)
।
দেখতে হবে না ছেলেটা কার..?(চাচা এসে বললো) তো মশাই ছেলেটা যখন আপনার তাহলে আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দেন..?(চাচি)
।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচা চাচি কাণ্ড গুলো দেখতেছি..। আমার তাঁদের কথা শুনে হাঁসতে মন চাচ্ছে..। কিন্তু এখন তাঁদের মাঝে হাসলে, তাঁদের মজাটা নষ্ট হয়ে যাবে, তাঁর চেয়ে বরং চুপচাপ তাদের কাহিনি দেখি...!
।
হুম দিতে পারি, তবে একটা শর্তেই..?(চাচা) আমি আমার জানটাকে পেতে সব শর্ত মানতে রাজি..!(চাচি)
তাহলে আমার শর্ত শুনেন, মিস শায়লা..!(চাচি নাম শায়লা)
।
বলেন মিস রিয়াদ.!(চাচি) আমার ছেলেকে বিয়ে করতে মন চাইলে আমার ছেলেকে প্রতিদিন দুই হাজার করে হাত খরচের টাকা দিতে হবে..! আর আমার ছেলে বসে বসে খাবে, আপনি আপনার বাবার থেকে টাকা নিয়ে আসবে..যদি এই শর্ত গুলো মানতে পারেন তাহলে আমার ছেলেকে আপনার সাথে বিয়ে দিবো..?
।
হুম রাজি..!(চাচি) আমার মেয়েকে বিয়ে করা মতো এমন কোনো রাজপুত্র আছে..?(আব্বু আর আম্মু আমাদের কাছে এসে সিঁড়ি দিকে দেখিয়ে বললো)
।
মশাই আপনার মেয়েকে রাস্তা ছেলে ও বিয়ে করবে না..?(চাচা আব্বুকে বললো) মশাই আপনি ভুল বলছেন..? একবার আমার মেয়ের দিকে ভালো ভাবে থাকিয়ে দেখেন..!(আব্বু)
।
আমি সিঁড়ি দিকে থাকিয়ে দেখলাম রাগিণী নীল রঙের শাড়ি পড়েছে..! হাতে নীল রঙের চুরি, ঠোঁট ঘাড় করে গোলাপি রঙের লিপস্টিক ..। কপালে কালো রঙের টিপ..। দেখতে একদম নীল পরী, আমি মেয়েটাকে আবার নতুন করে ক্রাশ খেয়েছি..!
।
বলতে গেলে এক কথা রাগিণী আমার মনের রাণী..! মেয়েটা না এক রকম রুপ আছে..। যা শুধু আমি অনুভব করতে পারি..! কিন্তু তাঁর কাছে থাকলে আমার একটা অন্য রকম অনুভূতি কাজ করে...। মেয়েটা চেহারায় ও মায়া আছে, যা আমাকে তার মায়াবীতে বেঁধে পেলেছে..।
।
আমি চাইলে ও তাঁর মায়া থেকে বের হয়ে আসতে পারবো না..। আমি হা করে তাঁর দিকে থাকিয়ে আছি..! রাগিণী আমার কাছে এসে আমার কানের লুতিতে একটা কামড় দিলো..! আউউউউ, এই কি করলি এটা..?
।
সময় হলে বুঝতে পারবি..! রাগিণী কাণ্ড দেখে আব্বু আম্মু, চাচা চাচি চলে গেছে..। তুই না আসলে একটা গাঁধি..? হুম আমি গাঁধি কিন্তু তুই তো একটা অনেক বড় গাধা..। তখন আমার দিকে ড্যাব ড্যাব করে থাকিয়ে ছিলি কেন..?(রাগিণী)
।
মোটেই না,আমি এই রকম ছেলে না. আমি জানি তো তুই কেমন ছেলে..?(রাগিণী) এখন এত ঢং না করে চল ঘুরতে যাবো..? তাঁর পরে রাস্তায় এসে একটা রিকশা নিলাম..! দুইজনে রিকশা উঠলাম....।
।
রাগিণী আমার কাঁদে মাথা দিয়ে আছে..। এখন কেউ দেখলে বলবে, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড..। আমার কি যে ভালো লাগতে তা লেগে বুঝাতে পারবো না...!
রাগিণী তাঁর এক হাত দিয়ে আমার একটা হাত ধরলো...।
।
তারপরে পার্কে এসে দুই জনে, কিছুক্ষণ ঘুড়লাম, তাঁর পরে আবার আমাদের চিনা জায়গায় চলে আসলাম..।
নদীর পাশে এসে বসলাম..। আমি রাগিণীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম..! সেই আমার চুলে বিনী করে দিচ্ছে...। দুইজনে গল্প করতেছি, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে...।
।
আমরা দুই জনে রিকশা নিয়ে চলে আসলাম, বাসায়..। টিভি দেখার সময় আমি তাঁর কোলে মাথা দিয়ে, শুয়ে পড়লাম..। ডিনারের সময় ও আমার রাগিণী সাথে দুষ্টুমি করতে বিতিক্রম হয় নাই....।
।
ডিনার করে রাতে ঘুমিয়ে পড়লাম, এমন করে আরো কিছু দিন কেটে গেছে..! একদিন আমাদের গ্রামে একটা ছোট খেলার মাঠ আছে..!
।
উঠাতে বসে আছি, হঠাৎ লক্ষ্য করলাম আমার স্কুল ফ্রেন্ড নাবিলা, সেই আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, তাঁর আবার গায়ে পড়া অভ্যস্ত আছে..।
কি রে কেমন আছি..?(নাবিলা আমাকে ছেড়ে দিয়ে বললো) হুম ভালো আছি, তুই..? হুম আমি ও ভালো আছি..! (নাবিলা)তো এতদিন দিন কোথায় ছিলি..?
0 Comments