Are you searching love story in Bangla language you will find here many types of Bangla story like a romantic love story, cute love story, heart touching love story, Islamic love story, Bangla golpo, story, reality love story, new love story, valobasar golpo, premer golpo, Bangla love story, I hope you are like our collections if you like our collection please connect with us.

Bangla story like a romantic love story, cute love story, heart touching love story, Islamic love story, Bangla golpo, story, reality love story, new love story, valobasar golpo, premer golpo, Bangla love story,
(সুখের সন্ধানে - পর্বঃ ১)


সুখের সন্ধানে
Tahmi Chowdhury
পর্বঃ ১


শুন মা জানিসই তো তোর বাবার টাকা পয়সা তেমন নাই তাই একটা চাকরি………?
-মা মেয়েদের চাকরি করা ইসলামে জায়েজ নাই?
-তুই এই কথা বললে হবে?
তুই বড়,,তর ছোট ছোট ভাই বোন আছে,,,তার উপর তর বাবার উপর কতো চলবে……?
__মা ইন্টার লেভেলে উঠার পর থেকে তোমাদের আমি টাকার জন্য প্রেশার দিয়েছি বল?
নিজে পরিশ্রম করছি,,,নিজে পড়ালেখা করে এই পর্যন্ত আসছি?
মা আর কতো? ভালো লাগে না মা এই দৌড়াদৌড়ি আর এতো খাটুনি……
জানো মা কড়া রোদে যখন টিউশনিতে বের হই তখন তখন রোদের গরমে মাথার মগজ টগবগ করে মা!
__করবেই তো,,,হাত মোজা পা মোজা বোরকা পরে বের হস,,,
__মা এটা তো আল্লাহর হুকুম পর্দা ফরজ,,এটা মানতে আমার কোন কষ্ট নেই।
কিন্তু মা তুমি চাকরির কথা বলছো মা গো ও মা,,,
আমি ক্লান্ত হয়ে গেছি গো মা! তোমার এতোটুকুন মেয়ে আর পারছে না।
আমায় আর কিছুর কথা বলো না……
__তোর দিকে সবাই চেয়ে আছে,,তোর বাবার ও শরীর খারাপ থাকে প্রতিনিয়ত উনি আর কতোদিন সংসারের হাল ধরে রাখতে পারবেন?
তার উপর তোদের তো বিয়েও দিতে হবে,,,টাকা পয়সা কোথায় পাবো এতো?
তোরাই রোজগার করে নিজেদের বিয়ের পাথেয় যোগাড় করতে হবে।
মায়ের কথাগুলো একদম ফেলনা নয়,,
হ্যাঁ তাই তো আমাদের তো তেমন কোন কিছুই নেই যে……
কিন্তু আমিও যে বড্ড ক্লান্ত,,একটু অবসর চাই আল্লাহ!
তোমাকে মন ভরে ডাকতে চাই……
মনে মনে এই ভাবনাগুলো গ্রাস করছিলো নুসরাতকে……
__কি হলো কি ভাবছিস?
__না মা কিছু না!
-দেখ আমি তোর ভালোর জন্যই বলছি?
দুনিয়াতে আমাদের বাঁচতে হলে এইভাবে যুদ্ধ করেই বাঁচতে হবে,,,
কারণটা কি জানিস,,
আমরা গরীব……

বড়সড় একটা নিঃশ্বাস ফেললেন নুসরাতের মা শাহিনা বেগম।
__মা তুমি চিন্তা করো না,,,
দেখি আল্লাহ কি করেন,,
আল্লাহর উপর ভরসা রাখো……আল্লাহ সহায়।
আর প্রাইমারী শিক্ষক বাঁছাইয়ের পরীক্ষাটা দিব আমি……
-সত্যি বলছিস!
-হুম,,,আর তো কোন পথ নেই মা!
এইবলে নুসরাত ঘরের বাইরে চলে গেল……
মা গো আমার কষ্টইই ভালো!
আল্লাহ তুমি আমার জন্য যা কল্যাণকর তাই কর।
জীবনটা যে এতো কঠিন তা আগে বুঝতাম না,,,
মায়ের আঁচলের নিচে যতক্ষণ ছিলাম ততক্ষণ সব কিছুই রঙ্গিন ছিল,,,
কিন্তু যেই বড় হলাম নিজের কাদে দায়িত্ব চাপলো তখন মায়ের আঁচল ছেড়ে রোদে রোদে পুড়তে হচ্ছে!
গরীবদের জীবনটা এমনই,,
এই সমাজের ধনীরা বড্ড স্বার্থপর,,,,,
আমার থেকে গরীব
রাস্তার পাশে শুয়ে শুয়ে দিন কাটায় কিন্তু এই সমাজের ধনীরা সেটা দেখেও হেয় করে।
:
হে আল্লাহ আমার যদি টাকা হতো রাস্তার পাশে শুয়ে থাকা সব কটি গরীবদের বাড়িতে তুলে নিতাম……
রাস্তার পাশের শুয়ে থাকা লোকদের দিকে তাকিয়ে
এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল নুসরাত।
কিন্তু বেখেয়াল বশত রাস্তার মধ্যে খানে চলে আসে……
হঠাৎ খুব কাছে থেকেই গাড়ির হর্ন শুনতে পেয়ে পা টা থেমে যায় নুসরাতের।
চলন্ত গাড়ির হেডলাইটের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়,,,
আল্লাহ আমার পরিবারের সহায় হইয়ো,,,
এরই মাঝে সব কিছু স্তব্ধ হয়ে যায়,,,,
ঘোর নিরবতা ছেয়ে যায় চারপাশে……
দু একটা পাখির আওয়াজই শুনা যাচ্ছে মাঝে মাঝে,,,,
এই নিরবতা যেন আগাম কোন বিপদের কথা জানিয়ে দিয়ে যায়……

Part 2